Assistant Professor. Dr. Md. Mukhlesur Rahman (Sajal)

Home » Profiles » Assistant Professor. Dr. Md. Mukhlesur Rahman (Sajal)

সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মুখলেছুর রহমান (সজল) এমবিবিএস ডিগ্রী অর্জন করার পর সার্জারিতে এফসিপিএস এবং ইউরোলজিতে এমএস ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রদান হিসাবে কর্মরত আছেন। তিনি নিয়মিত বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করছেন।

সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মুখলেছুর রহমান (সজল) নিম্নোক্ত রোগ-সমুহের চিকিৎসা ও অপারেশন করে থাকেনঃ

♦ কিডনি, মূত্রনালি, মুত্রথলি, প্রোস্টেটের প্রদাহ ও ইনফেকশন

♦ পুরুষাঙ্গ, অণ্ডকোষ, যৌনরোগ

♦ মূত্রনালি ও মুত্রথলির ছোট পাথর চিকিৎসা।

♦ এন্ডোস্কপি মেশিনের সাহায্যে প্রোস্টেট, মুত্রথলি, মুত্রনালি, কিডনির টিউমার, ক্যানসার ও পাথর অপারেশন

♦ ল্যাপারস্কপিক পদ্ধতিতে পিত্তথলির পাথর, কিডনির টিউমার, সিস্ট ও অ্যাড্রেনাল গ্রন্থির টিউমার অপারেশন।

♦ পেট কেটে কিডনির বড় পাথর, সিস্ট, টিউমার

♦ মুত্রপথের দীর্ঘ স্টিকচার, পুরুষাঙ্গের টিউমার, অণ্ডকোষের বড় টিউমার, হার্নিয়া, হাইড্রোসিল অপারেশন

Socials