Professor. Dr. Syed Shamsuddin Ahmed

Home » Profiles » Professor. Dr. Syed Shamsuddin Ahmed

প্রফেসর ডাঃ সৈয়দ শামসুদ্দিন আহমেদ এম.বি.বি.এস ডিগ্রী অর্জন করার পর প্লাস্টিক সার্জারিতে ডিটিএম, পিএইচডি (প্লাস্টিক সার্জারি,জাপান) ডিগ্রী অর্জন করেন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রধান ছিলেন। তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য প্লাস্টিক সার্জন। প্রফেসর ডাঃ সৈয়দ শামসুদ্দিন আহমেদ নিয়মিত বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করছেন।

প্রফেসর ডাঃ সৈয়দ শামসুদ্দিন আহমেদ নিম্নোক্ত রোগসমূহের চিকিৎসা ও অপারেশন করে থাকেনঃ

♦ কাটা ছেড়া ছাড়া লাইপোসাকশন প্রসিডিউর এর মাধ্যমে শরীরের অতিরিক্ত চর্বি অপসারণ

♦ পুরুষের বৃদ্ধিপ্রাপ্ত স্তন অপারেশন (গাইনকোমাস্তিয়া), ব্রেস্ট টাইট-বড়-ছোট করা (ব্রেস্ট ইমপ্ল্যান্ট)

♦ আইলিড সার্জারি (ব্লেফারোপ্লাস্টি), আইব্রোপ্লাস্টি (লিফট), ফেসিয়াল রেজুভারেশন (ফেস লিফট), নাকের সৌন্দর্য বর্ধন (রাইনোপ্লাস্টি), ঠোঁটের আকার পরিবর্তন (লিপ অগমেনটেশন)

♦ তিল-আচিল-দাগ-ব্রন-বলীরেখা দূরীকরণ (ডারমাব্রাসন)

♦ থুতনি ঝুলে পরা, গালে টোল তৈরি, ডাবল থুতনি অপসারণ (চিন অগমেনটেশন), ঘাড়ের সৌন্দর্য (প্লাটিস্মাপ্লাস্টি), টামি-টাক, আর্ম লিফট (ব্রাকিওপ্লাস্টি), থাই লিফট

♦ ল্যাবিয়াপ্লাস্টি, হাইমিনোপ্লাস্টি, ভেজাইনা টাইট করা

♦ ব্রেস্ট টিউমার অপারেশন

Socials