Associate Professor. Dr. Najmus Sakeb

Home » Profiles » Associate Professor. Dr. Najmus Sakeb

সহযোগী অধ্যাপক ডাঃ নাজমুস সাকিব এমবিবিএস ডিগ্রী অর্জন করার অর্থোপেডিক্সে এমএস(গোল্ড মেডেলিস্ট) এবং এফএসিএস(ইউএসএ) ডিগ্রী অর্জন করেন। তিনি বর্তমানে ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। তিনি নিয়মিত বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করছেন।

সহযোগী অধ্যাপক ডাঃ নাজমুস সাকিব নিম্নোক্ত রোগ ও সমস্যাসমূহের চিকিৎসা ও অপারেশন করে থাকেনঃ

♦ হাড় ভাঙ্গা ও স্থানচ্যুত হওয়া

♦ মেরুদণ্ডের দুই হাড়ের ডিস্ক সরে যাওয়া

♦ মেরুদণ্ডের হাড় ভেঙ্গে যাওয়া অথবা হাড় সরে যাওয়া

♦ মেরুদণ্ডের হাড় অথবা ডিস্ক ক্ষয়

♦ মেরুদণ্ডের স্নায়ুপথ সংকুচিত হওয়া

♦ মেরুদণ্ডের টিউবারকুলোসিস, হাড় ও মেরুদণ্ডের ক্যান্সার, জন্মগত সমস্যা

♦ মেরুদণ্ডের স্নায়ু, হাড়, অস্থিসন্ধি(জয়েন্ট), তরুনাস্থির(ডিস্ক) সকল জটিলতার চিকিৎসা ও প্রয়োজনীয় সকল সার্জারি (অস্ত্রোপচার)

Socials